ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটের শিবগঞ্জ সাদিপুরের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব, শিবগঞ্জ জামিয়া হাতিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা কমিটির সদস্য এবং সাদিপুর জামে মসজিদ কমিটির পরিচালক সদস্য হাজী সৈয়দ আতাউর রহমান আতা মিয়া (৭১) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সাদিপুর নিজ বাড়িতে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ বাদ মাগরিব নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে হযরত মানিকপীর (রহ:) মাজারে পরিবারের অন্যান্য সদস্যদের পাশে তাঁকে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ দেশ বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুমের পিতা দক্ষিন সুরমা উপজেলার চরমোহাম্মদপুর মীরাবাড়ির সন্তান মরহুম হাজী সৈয়দ হাবিবুর রহমানের বৃহত্তর পরিবার দীর্ঘ ৬০ বছরের বেশি সময় সুনামের সাথে বর্তমান তিন প্রজন্ম ধরে সাদিপুরে বসবাস করে আসছেন। হাজী সৈয়দ আতাউর রহমান শিবগঞ্জ সাদিপুর এলাকার মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ওতপ্রোতভাবে জড়িত থেকে সমাজসেবায় নিবিড়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host