ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় লঞ্চঘাট-পূর্বইব্রাহীমপুর খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সোমবার সকাল ৯টায় তিনি এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসিম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম কয়েস, সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ রাসেল আহমদ, মোহাম্মদ কমলা মিয়া, বদরুল আলম বাবু মিয়া, সফি উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, লঞ্চঘাট এলাকা শহরের অন্যতম পরিবেশবান্ধব ও নান্দনিক স্থান হিসেবে গড়ে তোলা হবে। এখানে সুন্দর ও নিরিবিলি পরিবেশে মানুষ পরিবার-পরিজন নিয়ে কিছু সময় কাটাতে পারবেন।
তিনি আরও বলেন, লঞ্চঘাট এলাকা হবে একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন স্থান। এখানে কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। এলাকাটি সবসময় ময়লা-আবর্জনামুক্ত ও দুর্গন্ধমুক্ত রাখতে স্থানীয়দের সচেতন থাকতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চঘাট এলাকায় সার্বক্ষণিক প্রশাসনের নজরদারি থাকবে বলেও জানান তিনি।
যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে পূর্বইব্রাহীমপুর গ্রামবাসী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আবেদনের প্রথম দিনই জেলা প্রশাসক যাত্রী ছাউনি নির্মাণের আশ্বাস দিয়েছিলেন এবং তিনি তাঁর কথা রেখেছেন। তাঁরা জেলা প্রশাসককে একজন সত্যবাদী ও সৎ প্রশাসক হিসেবে আখ্যায়িত করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৮ এপ্রিল পূর্বইব্রাহীমপুর গ্রামের বাসিন্দারা খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় ৮ মাস ২২ দিন পর গত ১ জানুয়ারি লঞ্চঘাট এলাকায় অবৈধ দখলে থাকা ৩১ শতক ভূমি উদ্ধার করে প্রশাসন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host