ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে অন্তত ১১জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও গণমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সজিব হোসেন তানভির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট-১ আসন থেকে দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম হাসান।
সিলেট-২ আসন থেকেও দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী ও জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন মোট ৩ প্রার্থী। তারা হলেন, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নুরুল হুদা জুনেদ।
সিলেট-৪ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার দুজন। তারা হলেন, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আলী হাসান ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মো. রাশেল উল আলম।
সিলেট-৫ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান।
আর সিলেট-৬ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host