সুনামগঞ্জে ঘোড়া হত্যার অভিযোগে আটক ১

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

সুনামগঞ্জে ঘোড়া হত্যার অভিযোগে আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে একটি ঘোড়া হত্যার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘোড়া হত্যার অভিযোগে একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর গ্রামের বাসিন্দা গোলাপ মিয়ার ছেলে আইয়ূব আলী প্রতিদিনের মতো তার ঘোড়াটি গ্রামের পাশে গজারিয়া নদীর পশ্চিমপাড়ে গুচ্ছগ্রাম এলাকায় রেখে যান। রাত আনুমানিক ১২টা পর্যন্ত ঘোড়াটি সেখানে ছিল। কিন্তু ভোরবেলায় আইয়ূব আলী ও তার পরিবারের সদস্যরা সেখানে গিয়ে দেখতে পান ঘোড়াটির হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ঘোড়া হত্যার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মৃত মোহন মিয়ার ছেলে জয়ধর আলী (৬০)কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘোড়ার মালিক আইয়ূব আলী বলেন, আমার কয়েকটি ঘোড়া আছে। মানুষের মালামাল বহনের মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করি। কিন্তু জয়ধর আলী অভিযোগ তোলে আমার ঘোড়া তার ক্ষেতের আলু খেয়েছে। দুই দিন আগে সে আমাকে হুমকি দিয়ে বলেছিল, আলুক্ষেতের ক্ষতি করলে ঘোড়া মেরে ফেলবে। আজ সে তার হুমকি বাস্তবায়ন করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে ঘোড়া হত্যার একটি ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর