মাদকবিরোধী ভলিবল ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

মাদকবিরোধী ভলিবল ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা।
রোববার সকালে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জায়ফর ইকবাল চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আলমগীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া, ক্রীড়া সংগঠক রেজওয়ানুল হক রাজা, জিএম তাশহীজ, হোসেন আহমদ রাসেল, ব্যাডমিন্টন পরিচালক শামছুল হক, চৌধুরী শামছুল হক শিবলি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, মেধাবী ও আগামীর প্রজন্ম গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা মানুষকে সুস্থ ও সবল রাখার পাশাপাশি নেতিবাচক পথ থেকে দূরে রাখে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।
তারা বলেন, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগান শুধু একটি আহ্বান নয়, এটি একটি সামাজিক আন্দোলন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তরুণরা নিজেদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে পারে। মাদক থেকে দূরে থাকতে এবং সুন্দর ভবিষ্যৎ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।
বক্তারা এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকলে সমাজে সচেতনতা বাড়বে এবং তরুণ প্রজন্ম ক্রীড়ামুখী হয়ে উঠবে। এর ফলে মাদকমুক্ত সমাজ গঠনের পথ আরও সুগম হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর