ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনা থেকে আক্তার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দাবি, তিনি চোরাকারবারী।
রবিবার (২৫ জানুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল বিষযটি নিশ্চিত করেছে। তারা জানায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত পৌণে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট চালাকালে চোরাই পণ্যসহ তাকে গ্রেফতার করা হয়।
আক্তার হোসেন কুমিল্লার চান্দিনা থানার দলপাড়া ফজলু মেম্বারের বাড়ীর নুরুল ইসলাম ও আনোয়ারা বেগমের ছেলে। বর্তমানে তিনি নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল এলাকার বাসিন্দা।
জানা যায়, একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আক্তার হোসেনের হেফাজত থেকে ১৫৮০ পিস নেসলে কিটক্যাট চকোলেট, ৪০ প্যাকেট কাভেরি মেহেদি, ৭২ প্যাকেট সিসা আয়ুর্বেদিক তৈল, ১৫পিস ভারতীয় কম্বল, ২০ কেজি ভারতীয় জিরাসহ মোট ১ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ২৪/২৫/০১/২৬) দায়ের করে তাকে আদালতে সোপদ করার প্রক্রিয়া চলমান বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশানার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host