ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার, ২৫ জানুয়ারি।
একাডেমির সম্মানিত প্রিন্সিপাল জনাব শফিকুল আলম খান মফিক-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বদিউজ্জামান-এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজলিংক গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউরো বাংলা’র সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদি ক্যারল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টারলাইট কলেজের অধ্যক্ষ জনাব নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল মুহাইমিন রাফি ও মায়মুনাহ মুনিম রিয়া। একাডেমির শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসাইন, মামুনুর রশিদ, জামাল হোসেন, সাকিব ইসলাম, উম্মে আইমান, আশুরা খানম, রাহেদ আহমদ, লুৎফুর রহমান মারুফ, তাজুল ইসলাম, মুজমা বেগম, সঞ্চিতা বিশ্বাস, জুবাইদা, শাফিয়া, লিসা, মোনালিসা, ফৌজিয়া হায়দার, জসিম উদ্দিনসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ক্যারল বলেন, ‘খেলাধুলা শুধু আনন্দ, ফুর্তি কিংবা শরীরচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়Ñখেলাধুলা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা (স্কিল)। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে খেলাধুলা আজ আয়ের একটি বড় উৎসে পরিণত হয়েছে। একজন ভালো খেলোয়াড় হলে সম্মানজনক আয় করা সম্ভব। এমনকি বিদেশে গিয়েও খেলাধুলার মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ রয়েছে। তাই শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষ করে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশ, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর আবহে অনুষ্ঠিত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host