ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার শায়েস্থাগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘লতিফি হ্যান্ডস’। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-দিনমজুর জসিম উদ্দিন, ছালেহা খাতুন, রেনু মিয়া, আয়েশা বেগম, সজিব মিয়া, পলাশ আহমদ, ময়না মিয়া, লিলু মিয়া, শফিক মিয়া ও বিলাল মিয়া। অগ্নিকাণ্ডের পর থেকে তারা অন্যের ঘরে আশ্রয় নিতে বাধ্য হন।
আর্ত মানবতায় কাজ করা সংস্থা ‘লতিফি হ্যান্ডস’ আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলীর নির্দেশনায় দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করে।
সংগঠনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করেন।
রবিবার (২৫ জানুয়ারি) আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলীর ছেলে মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নতুন ঘর, চৌকি, লেপ-তোষকসহ প্রয়োজনীয় আসবাবপত্র এবং নগদ অর্থ হস্তান্তর করেন।
এ সময় তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও লতিফি হ্যান্ডস মানবতার সেবায় কাজ করে যাবে।”
নতুন ঘর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা আবেগাপ্লুত হয়ে মানবিক এই সহায়তার জন্য ‘লতিফি হ্যান্ডস’ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host