গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী
পর্যটক টানতে জাফলংকে নতুন রূপে সাজাতে হবে

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী</span> <br/> পর্যটক টানতে জাফলংকে নতুন রূপে সাজাতে হবে

বিজয়ের কণ্ঠ ডেস্ক
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের প্রকৃতি কন্যা জাফলং তার ঐতিহাসিক অপরুপ সৌন্দর্য্যের জন্য পর্যটকদের কাছে আর্কষনীয়-দর্শনীয় স্থান। পাহাড় আর নদীর অপূর্ব সৌন্দর্যের মেলবন্ধন জাফলং বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত। আর তাই প্রকৃতিকে ঠিক রেখে সিলেটের গর্বের এই জায়গাকে নতুন রূপে সাজাতে হবে যাতে দেশের পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এসে জাফলং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন।
সোমবার (১৯ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ও ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সংযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরো বলেন, এই অঞ্চলে কর্মসংস্থান তৈরী করতে হবে। তিনি বলেন, জাফলং এর পাথর ও বালুর জন্যও বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে বহু বছর যাবত৷হঠাৎ করে পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। এই অঞ্চলের হাজার হাজার শ্রমজীবী মানুষ, কর্মহীন-অভাব-অনটনের মধ্যে দিয়ে দিনযাপন করছে। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করা এখানে সময়ের দাবি।
পৃথক দোয়া মাহফিল অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহবায়ক মো: হানিফ, সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক মো: নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি উসমান গণী,
সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম যুগ্ম আবায়ক মাহবুব আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম সপন, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, গোয়াইনঘাট যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুব আহমদ, সহ- সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, আজাদ, দপ্তর সম্পাদক খায়রুল আমীন, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক এনামুল হক তাহের, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, জমিয়ত নেতা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, আব্দুস শুকুর, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ পাপলু, রশীদ আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সিনিয়র- সহ সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খান, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হোসেন আহেমদ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর