নির্বাচনে মাঠ কাঁপাবেন সিলেটের ২৯ প্রার্থী

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬

নির্বাচনে মাঠ কাঁপাবেন সিলেটের ২৯ প্রার্থী

বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেটে শেষ পর্যন্ত ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন ১১ প্রার্থী। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তারা। এখন সিলেটের ৬টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে টিকে রইলেন ২৯ প্রার্থী।

মনোনয়ন প্রত্যাহারের পর সিলেট-১ আসনে ভোটযুদ্ধে রয়েছেন ৮ প্রার্থী। তারা হলেন- বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া।

সিলেট-২ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা হলেন- বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন ও গণফোরামের মো. মুজিবুল হক।

সিলেট-৩ আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন- বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুছলেহ উদ্দিন রাজু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী।

সিলেট-৪ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন তারা হলেন- বিএনপির আরিফুল হক চৌধুরী, জামায়াতের জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম ও গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম।

সিলেট-৫ আসনে ভোটযুদ্ধে আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ আবুল হাসান, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ ও বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন।

সিলেট-৬ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতের মো. সেলিম উদ্দিন, জাতীয় পার্টির মো. আবদুন নূর ও গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর