কৃষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

কৃষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
বাচ্চাদের ঝগড়াঝাটিকে কেন্দ্র করে প্রভাবশালীদের হামলায় কৃষককে রাতের আধারে বসতঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছনবাহার গ্রামে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।

আহত কৃষকের নাম তমজিদ আলী (৬০)। সে একই এলাকার মরহুম জাহির আলীর ছেলে। তিনি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসার আছেন।

আহতের পরিবার মাধ্যমে জানা যায়, শুক্রবার রাত ৯ টার সময় বাচ্চাদের কথা কাটাকাটির জের ধরে একই এলাকার জমির আলী, জিয়াবুর, সালাম মিয়া, জাকির হোসেন, মিজান মিয়া, আল-আমিন, খালেদা বেগম, হৃদয় মিয়া গংরা রাত সাড়ে ৯টার সময় তমজিদ আলীকে ঘর থেকে ডেকে বের করে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। তাদের শাস্তির জোর দাবি জানাই।

মানববন্ধনে বক্তারা বলেন, এমন জঘন্যতম ঘটনা কোন দিন আমাদের কারও সাথে ঘটে নাই। ঘটনার রাতে বাচ্চাদের কথা কাটাকাটির বিষয়টি আমরা পঞ্চায়েতবর্গরা শেষ করে দিয়েছি, কিন্তু জমির আলী গংরা সঙ্গবদ্ধভাবে ঘন্টা দেড়এক পর তমজিদ আলী ঘর থেকে ডেকে নিয়ে বাহিরে এনে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

মানববন্ধন কমসূচীতে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত মো ফিরিজ আলী, ফরিদ মিয়া, শহীদ মিয়া, আব্দুল খালিক, ময়না মিয়া, কাছম আলী, খলিল মিয়া, সেলিম মিয়া, ফরিদা বেগম, রোকেয়া বেগম, হেলেনা বেগম, সোনা মিয়া, আনোয়ারা বেগম প্রমুখ।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো রতন শেখ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর