ছাতকে ১১ দলীয় জোটের উদ্যোগে মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

ছাতকে ১১ দলীয় জোটের উদ্যোগে মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানির দাড়ি পাল্লা প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাতক উপজেলা কার্যালয়ে ১১ দলীয় জোটের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী ও সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের যৌথ সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আরিফুল হক ইদ্রিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী সাদিক সালীম।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির ছাতক উপজেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান ও সদস্য সচিব মিনহাজ উদ্দিন, নিজাম-ই-ইসলাম পার্টির ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা নুর উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ছাতক উপজেলা সভাপতি কবির আহমদ।

সভায় আরও বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আলী হায়দর, সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মহি উদ্দিন, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছাতক উপজেলা শাখার আহ্বায়ক তজমুল আলী।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা রমিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ও শাহ আলম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি হাফিজ জুবায়ের আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ছাতক উপজেলা সভাপতি হাফিজ জাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার নেতা নূর আহমদ, কবির আহমদ, মাওলানা মুস্তাক আহমদ, ইসলাম উদ্দিন, শওকত আহমদ, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ তোয়াফেল আহমদ, মাওলানা আব্দুর রহিম ও হাফিজ রেজাউল করিমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। তাঁরা আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানিকে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর