ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দুই কোটি টাকার চোরাই পথে আসা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।
রবিবার (১৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, প্রতাপপুর, বিছানাকান্দি, ও সংগ্রাম বিওপি পয়েন্টে চোরাচালান বিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় নিভিয়া ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ক্লপ জি ক্রিম, অলিভ অয়েল, সাবান, সানগ্লাস, গরু, শুঁটকি, আঙ্গুর, আনার, কমলা, জিরা, পেঁয়াজ, এনার্জি ড্রিংক, চা-পাতা, চকোলেট।
এদিকে আবার বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও সুপারিও জব্দ করা হয়েছে।
এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে এক কোটি ৯০ লাখ টাকা।
এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নাজমুল হক জানান. জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি-মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host