চোরাই পণ্যের বিশাল চালানসহ যুবক আটক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

চোরাই পণ্যের বিশাল চালানসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমা থানার দাউদপুর থেকে মো. আবুবক্কও সিদ্দিককে আটক করেছে পুলিশ।

রবিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায় শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দাউদপুর বাইপাস সংলগ্ন সাউথ সুরমা ফিলিং স্টেশনের সামনা থেকে তাকে চোরাই পণ্যের বিশাল চালানসহ আটক করা হয়।

আবুবক্কর সিদ্দিক (৩৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদার থানার গনকা গ্রামের মো. গোলাম মোস্তফা ও মোছা. আলতাফুন নেছার ছেলে।

তিনি টাটা কোম্পানীর ট্রাকে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা ও ফুসকা ট্রাকসহ উদ্ধারের পর জব্দ করা হয়।

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আবুবক্কর সিদ্দিককে আদালতে সোপর্দ হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সর্বশেষ ২৪ খবর