তালতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

তালতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের তালতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তারা একে অপরের মামাতো ও ফুফাতো ভাই।

নিহতরা হলেন- সিলেট নগরের তালতলা এলাকার বাসিন্দা ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস (১৭)। ইমন সিলেটের মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও দীপ্ত ইউনিভার্সেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, রাতে নগরের শেখঘাট এলাকার পাকিস্তান পয়েন্টে চা খেতে গিয়েছিলেন ইমন ও দীপ্ত। পরে চা খেয়ে বাসায় ফেরার পথে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তারা গুরুতর আহত হন।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার উপপরিদর্শক খোরশেদ আলম জানান, নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লাশ সুরতহাল চলছে।

সর্বশেষ ২৪ খবর