ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটের এয়ারপোর্ট থানার লাক্কাতুরা বাজার থেকে সন্তোষ মুদি (২৫) ও মো. নিজাম উদ্দিন (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সন্তোষ মুদি লাক্কাতুরা চা বাগানের ২নং গেইটের মৃত শংকর মুদি ও পমিলা মুদির ছেলে আর নিজাম হবিগঞ্জের মাধবপুর থানার মনতলা গ্রামের মো. শাহাব উদ্দিন ও মৃত হাজেরা বেগমের ছেলে। তিনি বর্তমানে জালালাবাদ থানার পাঠানটুলা সজিবের কলোনির বাসিন্দা।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৬০ বোতলে মোট ৩৫ লিটার বিদেশী মদ উদ্ধারের পর জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের দু’জনকে আদালতে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host