ইসলামী আন্দোলন ও এনসিপি’র ২ নেতার বিএনপিতে যোগদান

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

ইসলামী আন্দোলন ও এনসিপি’র ২ নেতার বিএনপিতে যোগদান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ইসলামী আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ যুগ্ম সম্পাদক সংবাদকর্মী মোঃ মঈন উদ্দিন মিলন ও জেলা এনসিপি’র যুব শক্তির যুগ্ম আহবায়ক মুফতী মাহদী হাসান জাকির।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় ভোলাগঞ্জ মহাসড়ক সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভায় সিলেট-৪ এর সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিক যোগদান করেন তারা। এসময় উপস্থিত জনতা তাদের হাততালি দিয়ে স্বাগত জানান।
যোগদান পরবর্তী অভিব্যক্তি প্রকাশে তেলীখাল বাজারে নির্বাচনী জনসভায় মোঃ মঈন উদ্দিন মিলন তার বক্তব্যে বলেন, দেশের সার্বিক উন্নয়ন এলাকায় শিক্ষার প্রসার, বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর বিকল্প নেই। সেজন্য এলাকার উন্নয়নে ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে বিএনপির পতাকাতলে শামিল হয়েছি।
উল্লেখ্য, মোঃ মঈন উদ্দিন মিলন ছাত্র জমানায় জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় কর্মী ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর