ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শিল্প শহর ছাতক পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত ০৬/২৪ইং মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।সুনামগঞ্জ ভ্রমণ
গ্রেফতারের পর আবুল কালাম চৌধুরীকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে ছাতক পৌরসভা গঠনের পর ৫ বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, এরমধ্যে চারবারই বিজয়ী হন আবুল কালাম চৌধুরী।
জানা যায়, পৌরসভা গঠনের পর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক ১৯৯৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল ওয়াহিদ মজনু মিয়া। এরপর ২০০৪, ২০১১, ২০১৬ ও ২০২১ সালে টানা চার নির্বাচনে বিজয়ী হয়েছেন আবুল কালাম চৌধুরী। তিনি ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা মরহুম আরজ মিয়া চৌধুরী ছিলেন একজন ব্যবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব। চাচা সুজন মিয়া চৌধুরী পৌরসভা গঠনের আগে বৃহত্তর ছাতক ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ছাতক উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন সুজন মিয়া চৌধুরী। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।
নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে ছাতক পৌর এলাকায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল আবুল কালাম চৌধুরীর পরিবার। সাত ভাইয়ের মধ্যে চতুর্থ আবুল কালাম চৌধুরী। তাঁর অন্য ভাইদের বিরুদ্ধে ছাতকের শিল্পাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সরবরাহের ঠিকাদারী নিয়ন্ত্রণের অভিযোগ ছিল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host