ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬
আব্দুল শহীদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি (সুরমা নদীর) তীর সংলগ্ন গত বছরের অক্ষত বেরীবাঁধ কেটে মের্সাস সওদাগর ব্রিক ফিল্ডে কোটি টাকার মাটি বিক্রির অভিযোগ উঠেছে। পানির গতিপথ বন্ধ করে দিন-রাত ইটভাটায় মাটি পরিবহনে ট্রাক চলাচল করছে। এতে ধুলাবালুতে নষ্ট হচ্ছে কৃষি জমি এবং আশপাশের পরিবেশ।
হরিণাপাটী-দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বেটিরগাও এই দুটি গ্রামের চলাচলের রাস্তা বন্ধ করে নিরবে বাঁধ কেটে নিয়ে যাচ্ছে মেসার্স সওদাগর ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্য।
শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, স্থানীয় একটি ভূমি খেকো সিন্ডিকেট চক্র ব্রিক ফিল্ডের মালিক ভারতীয় কয়লা ব্যবসায়ি মাহবুবুর রহমানের যোগসাজশে সুরমা নদীর পুরাতন বাঁধ কেটে ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে। এদিকে দিনরাত বেপরোয়া যাতায়াত করছে মাটি ভর্তি প্রায় অর্ধশতাদিক জাপানি ট্রাক্টর ও ডিআই। যার ফলে ২৪ ঘন্টাই আশপাশের বাসিন্দারা ধূলোবালির জন্য দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে। প্রায়ই মাটি এবং বালি চাপায় মর্মান্তিক মৃত্যু হচ্ছে শিশু কিশোরদের। ইটভাটার কালো ধোয়ায় হুমকির মুখে কৃষি ও জীববৈচিত্র্য।
স্থানীয় বাসিন্দারা জানান,অবৈধ ইটভাটায় কয়লা পুড়ানোর ফলে নির্গত সালফার ড্রাই-অক্সাইড ও ক্ষতিকর কণিকা প্রতিদিন বায়ূর মান খারাপ করছে। যার ফলে ফুসফুসের রোগ বা ক্যান্সার এর ঝুঁকি বাড়ছে। আজ থেকে প্রায় দেড় দুই মাস যাবৎ স্থানীয় প্রশাসনের ২/৩ জন কর্মচারীকে ম্যানেজ করে প্রতিদিন কয়েক শতাধিক ট্রাক ইট ভাটায় মাটি আনা নেওয়ার কাজ করছে। হুমকির মুখে স্কুলগামী সোনা মনিরা।
সওদাগর ব্রিক ফিল্ডের সত্ত্বাধিকারী মাহবুবুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ব্রিক ফিল্ডের ম্যানেজার শীতল বাবু জানান,আমাদের মাটি কাটার অনুমোদন আছে।এগুলো বাঁধের মাটি নয়,আমাদের জমির মাটি।
পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক বললেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে আপনি যেহেতু বলেছেন বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল সুরমা নদীর বাঁধ কেটে ইটভাটায় মাটি নেওয়ার বিষয়ে বলেন বিষয়টি আমি খতিয়ে দেখবো।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host