ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটে আবারও উচ্চ মাত্রার বিস্ফোরকের চালান উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (৩০) জানুয়ারি রাতে গোপন তথ্যের ভিত্তিতে কানাইঘাট থানাধীন দিঘীরপাড় ইউনিয়নস্থ কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় বিস্ফোরক উদ্ধার করা হয়। এসময় পলিথিন ব্যাগ থেকে র্যাব ২৫টি পাওয়ার জেল এবং ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, উদ্ধারকৃত পাওয়ার জেল এবং ইলেকট্রিক ডেটোনেটর গুলো উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এসময় র্যাব কাউকে খুঁজে পায়নি। উদ্ধারকৃত পাওয়ার জেল এবং ইলেকট্রিক ডেটোনেটর সমূহ নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত বিস্ফোরক কানাইঘাট থানায় সাধারণ ডায়রি করে হস্তান্তর করে র্যাব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host