জার্সি উন্মোচন স্থগিত, পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট আরও বেশি ঘনীভূত

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>জার্সি উন্মোচন স্থগিত, পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’</span> <br/> পাকিস্তানের বিশ্বকাপ বয়কট আরও বেশি ঘনীভূত

ক্রীড়াকণ্ঠ ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) হঠাৎ করেই জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের অনুষ্ঠান বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির’ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিসিবির পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পরপরই বিশ্বকাপ জার্সি প্রকাশ করার কথা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ঘোষণা করবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে পর্যন্ত পিসিবি এমন কোনো প্রতীকী পদক্ষেপ নিতেও অনিচ্ছুক, যা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত বলে ব্যাখ্যা করা হতে পারে।
আনুষ্ঠানিকভাবে পিসিবি সংযত অবস্থান নিয়েছে। বোর্ড জানিয়েছে, তারা সরকারের দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখেই সব সিদ্ধান্ত নিচ্ছে। ফলে ক্রিকেটীয় পরিকল্পনার পাশাপাশি কূটনৈতিক বাস্তবতার মধ্যেই আটকে আছে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রাপথ।
এই অনিশ্চয়তা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্যও বাড়তি চাপ তৈরি করছে। আন্তর্জাতিক সূচি এমনিতেই কঠিন, তার ওপর অংশগ্রহণ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না থাকায় দলে জল্পনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবুও, স্কোয়াড প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, যেন বিশ্বকাপে খেলা নিশ্চিত।
এ অবস্থায় সোমবারের সম্ভাব্য ঘোষণাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, পিসিবি ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত স্কোয়াডের শ্রীলঙ্কার কলম্বো যাত্রার সূচি চূড়ান্ত করেছে। আগামী ২ ফেব্রুয়ারি ভোরে দলের রওনা দেওয়ার কথা রয়েছে। এতে করে টুর্নামেন্ট কিংবা ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচ বয়কটের সম্ভাবনা কার্যত নাকচ হয়ে যাচ্ছে।
পিটিআইকে এক সূত্র বলেন, ‘পিসিবি বিশ্বকাপ স্কোয়াডের জন্য ২ ফেব্রুয়ারি ভোরে কলম্বো যাওয়ার সব ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করেছে।’
ওই সূত্র আরও জানান, ভারতের মাটিতে খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের ‘নিরাপত্তা উদ্বেগ’-এর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। তবে আইসিসির ভেতরে নিজেদের অবস্থান ক্ষতিগ্রস্ত না করে তারা এর বাইরে আর কিছু করতে পারছে না।
উল্লেখ্য, বিসিসিআই, পিসিবি ও আইসিসির মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।
সূত্রটি বলেন, ‘মনে রাখতে হবে, পাকিস্তানের পুরো বিশ্বকাপ সূচিই শ্রীলঙ্কায়, এমনকি তারা ফাইনালে উঠলেও সেটিও সেখানে হবে। তাহলে কোন যুক্তিতে তারা টুর্নামেন্ট বা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে?’ সূত্র: এনডিটিভি
এদিকে নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বাংলাদেশ চেয়েছিল শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে। কিন্তু আইসিসি এই সুযোগ পাকিস্তানকে দিলেও দেয়টি টাইগারদের।
বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় টাইগারদের বাদ দিয়ে বিশ্বকাপ খেলার জন্য স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
তবে ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের দাবির পক্ষে রয়েছে পাকিস্তান। তারা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতাশ। বাংলাদেশকে সমর্থন করে বিশ্বকাপে নাও খেলতে পারে পাকিস্তান।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করে জানিয়েছেন, শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে বিশ্বকাপ খেলা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান।
তবে পাকিস্তান যদি বিশ্বকাপ খেলা থেকে সরে দাঁড়ায়, সেই শূন্যস্থান পূরণে আইসিসিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এমন পরিস্থিতিতে ‘বিশ্বকাপের আসন ফাঁকা’ থাকার ভিত্তিতে উগান্ডা নিজেদের প্রার্থিতার প্রস্তাব দিয়েছে।
তারা লিখেছে, ‘প্রিয় আইসিসি, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জায়গা খালি হয়, তবে উগান্ডা একদম প্রস্তুতÑ ব্যাগ গোছানো এবং প্যাড পরা। পাসপোর্টগুলোও গরম (বরফ নয়)। কোনো বেকারকে ওভেনে রাখতে হবে না বা কোনো জাহাজকেও মাঝপথ থেকে ইউ-টার্ন নিতে হবে না। গরম, শোরগোল আর চাপ? আমরা আমাদের সেই সাহসী কিট (জার্সি) নিয়েই আসব।’ ধারণা করা হচ্ছে, এই পোস্ট দিয়ে উগান্ডা বোঝাতে চাইছে, শেষ সময়ে তারা আইসিসির কাছ থেকে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেলে তারা পুরোপুরি প্রস্তাব থাকবে।
সম্প্রতি আইসল্যান্ড ক্রিকেটের একটি পোস্টকে ইঙ্গিত করে উগান্ডা এমন ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছে। পাকিস্তান না খেললে আইসল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে রাখা হয়েছিল, পরে তারা নিজেদেরকে সরিয়ে নেয়।
তারা লিখেছে, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা ঘোষণা করছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরে দাঁড়ালে তাদের স্থলাভিষিক্ত আমরা হচ্ছি না। আমাদের হার উগান্ডার জন্য অর্জন, তাদেরকে শুভ কামনা।

সর্বশেষ ২৪ খবর