চুনারুঘাটে পরিত্যক্ত গাঁজা জব্দ

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬

চুনারুঘাটে পরিত্যক্ত গাঁজা জব্দ

নিজস্ব প্রতিবেদক
পরিত্যক্ত অবস্থায় মাদকের একটি চালান জব্দ করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার রাত পৌণে ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই চালানটি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের ধারনা, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা প্লাস্টিকের বস্তায় ৮ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়।

সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর