ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : জালালাবাদ রোটারি প্রতিবন্ধী হাসপাতালের ট্রাস্টি সিলেট গ্রামার স্কুল-এর সাবেক প্রিন্সিপাল রোটারিয়ান পিপি সিরাজুল ইসলাম ফারুক আদর্শবান শিক্ষক ব্যবসায়ী ও সমাজসেবী ছিলেন। জালালাবাদ প্রতিবন্ধী হাসপাতাল স্থাপনসহ সমাজের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন মেধাবী এবং বাংলা-ইংরেজি-হিন্দিসহ বিভিন্ন ভাষায় পারদর্শী। তার ব্যবসায়িক জীবনে সততা, শিক্ষকতা জীবনের আদর্শ অনুসরনের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। জালালাবাদ রোটারি প্রতিবন্ধী হাসপাতালের সকল সদস্যবৃন্দ আয়োজিত স্মরণ সভায় বক্তারা একথা বলেন।
.
জালালাবাদ রোটারি প্রতিবন্ধী হাসপাতালের সম্মেলন কক্ষে রবিবার জালালাবাদ রোটারি প্রতিবন্ধী হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান পিপি মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রোটারি জেলা সাবেক গভর্নর রোটারিয়ান পিপি ডা. মন্জুরুল হক চৌধুরী, জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতালের ট্রাস্টি রোটারি জেলা গভর্নর রোটারিয়ান পিপি আতাউর রহমান পীর। টিটিএ মো সাইদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. সাইদুর রহমান, কনসালটেন্ট ডা. আল মামুনুর রশীদসহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host