নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ওসমানীনগরে কর্মবিরতি : স্ব্যাস্থ সেবা হুমকির মুখে

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ওসমানীনগরে কর্মবিরতি : স্ব্যাস্থ সেবা হুমকির মুখে

ওসমানীনগর প্রতিনিধি
নিয়োগবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সারা দেশের ন্যায় সিলেটের ওসমানীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মবিরতি পালন করছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা।

গত (০২ ডিসেম্বর) রবিবার থেকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকলেও কোনো ধরনের সরকারি সেবা কার্যক্রমে অংশ না নিয়ে কর্মসূচি পালন করায় সেবা গ্রহিতারাও বিপাকে পড়েছেন। এর আগে গত (২৩ নভেম্বর) নিয়োগ বিধি বাস্তাবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা এসোসিয়েশন, বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির পক্ষ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেও কার্যত কোন সুফল না পাওয়ায় কর্মবিরতির ঘোষণা দেন পৃথক সংগঠনের নেতারা।

নিয়োগ বিধিসহ ভিবিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন কালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি, টাইম-স্কেল, বেতন গ্রেড সংশোধনসহ নানামুখী দাবি উপেক্ষিত হচ্ছে। ফলে পরিবার পরিকল্পনা সেবায় কর্মরত হাজারো কর্মকর্তা-কর্মচারী চরম হতাশায় ভুগছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তবে, দাবি পূরণ হলে আবারও স্বাভাবিক কর্মে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন তারা। বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ছবি দত্ত, সম্পা রানী ঘোষ, পরিবার পরিকল্পনা পরিদর্শক জয়ন্ত দে, আব্দুর রব, পরিবার কল্যাণ সহকারী নুরজাহান বেগম, লুৎফা বেগম, সুলতানা আক্তারসহ আরো অনেকেই।

এদিকে, পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতির কারণে ওসমানীনগর উপজেলায় পরিবার পরিকল্পনা সেবায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ফলে মা ও শিশু স্বাস্থ্য সেবা হুমকির মুখে। সরকারি সেবা গ্রহিতারা বিপাকে পড়ে যেতে হচ্ছে প্রাইভেট হাসপাতাল, ব্যায় হচ্ছে অর্থ।

সার্বিক বিষয়ে ওসমানীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাল্গুনী ভট্টাচার্য্য বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষনায় ভিবিন্ন দাবি নিয়ে তারা কর্মসূচি পালন করছেন। ওসমানীনগরে যারা এমন কর্মসূচি পালন করছেন জনগনের গুরুত্বপূর্ণ সেবায় যাতে তারা মানবিক দিক বিবচনায় এগিয়ে আসেন এটা বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর