ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
একাধিক মামলার আসামি ডাকাত সর্দার হাবিবুর রহমান পাগলাকে (৩৭) গ্রেফতার করেছে র্যাব। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন তকলিছ মিয়ার ছেলে। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশ।
তার বিরুদ্ধে কমলগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো বলে র্যঅব জানায়।
এরআগে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে জেলার সদর থানাধীন বুধল ইউনিয়নের বুধল বিশ্বরোড এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ডাকাত সর্দার পাগলার বিরুদ্ধে মৌলভীবাজারের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host