শ্রীমঙ্গলে ট্রলির ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

শ্রীমঙ্গলে ট্রলির ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রোশনি পলি ফাইবার প্লাস্টিক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) বুধবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়ন এলাকায় অবস্থিত রোশনি পলি ফাইবার প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী কারখানায় ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।।

নিহত নারী শ্রমিক মার্জিয়া বেগম (৪০) । তিনি একই উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল রোশনী পলি ফাইবার প্লাস্টিক কারখানার কর্মকর্তা মো. শাকিল নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, কারখানার ভেতরে মালামাল পরিবহন ট্রলির ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, কারখানায় বেশ ভাঙচুর করেছে এলাকাবাসী ।

শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম আহমেদ বলেন, নিহত নারী শ্রমিক মার্জিয়া বেগম আমার ওয়ার্ডের বাসিন্দা। পরিস্থিতি খুবই উত্তপ্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর