দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওসমানীনগরে যুবদলের দোয়া

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওসমানীনগরে যুবদলের দোয়া

ওসমানীনগর প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিলেটের ওসমানীনগরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার তাজপুর বাজারে তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদের কার্যালয়ে তাজপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্রের মা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তারা আরও বলেন, তাঁর এই সংকটময় সময়ে দেশের প্রতিটি বিবেকবান মানুষ উদ্বিগ্ন। দেশনেত্রীর জীবন রক্ষায় সকল প্রতিবন্ধকতা দূর করে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আনা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ইসলাম, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক জুনু মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, কয়েছ আহমদ, শাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জমির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম, নুরুল ইসলাম রেজন, জেলা উলামা দলের আহবায়ক কাজী নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুছ মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিটন মিয়া, তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি নুরুল হুদা, যুগ্ম সম্পাদক আলী হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, এসকে মুমিন, আবজল আলী, সহ দপ্তর সম্পাদক লেবু মিয়া, ফজর আলী, সাহিত্য প্রকাশনা সম্পাদক মইনুল ইসলাম, সদস্য নুরুল ইসলাম, বিএনপি নেতা বাবুল মিয়া, রুমেল আহমদ, বাবুল আহমদ, শ্রমিকদল নেতা কামাল মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা আঙ্গুর মিয়া, রুবেল আহমদ, আশিক নুর, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমদ, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাহেদ মিয়া, ছাত্রদল নেতা খালেদ আহমদ, রাজুমিয়া, জায়েদ আহমদসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর