ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ওসমানীনগর শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জয়নাল আবেদীন তাঁর কর্মদক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ওসমানীনগর উপজেলায় একটি ইতিবাচক প্রশাসনিক পরিবেশ সৃষ্টি করেছেন। সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহিতার ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন।
বক্তারা আরও বলেন, একজন কর্মঠ, জনবান্ধব ও সাহসী প্রশাসক হিসেবে তিনি স্থানীয় জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার আন্তরিকতা ও সেবামূলক মানসিকতা এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠান শেষে ইউএনও জয়নাল আবেদীনকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ওসমানীনগর শাখার সভাপতি মোঃ রুম্মান ভূইয়া, সাধারণ সম্পাদক এস এম মশিউর আলম মুছা, সহ-সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী, বিজয় কান্তি দাস, মোঃ হাফিজুর রহমান, অর্থ সম্পাদক, মোঃ রুহুল আমিন, প্রচার সম্পাদক অনিক বৈদ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী হিরো, কার্যকরী সদস্য, অসিত কুমার চক্রবর্তী, মোঃ শাহিন মিয়া, জুয়েল আহমদ, উপজেলা পরিষদের সিএ রাজন পাল প্রমূখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host