ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫
এম এস সিদ্দিকী, গোয়াইনঘাট
সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দিতে লুনী নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় চাঁদাবাজদের হামলায় বাবা ছেলেসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলার শিকার তরিক উদ্দিন বাদী হয়ে ১৩ জনকে বিবাদী করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে পাটাপুর নতুন ভাঙা এলাকায় লুনী নদীতে বাঁধের ওপর এ ঘটনা ঘটে। হামলায় বাবা ছেলেসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আহত তরিক উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ত্রাস সৃষ্টি করে দীর্ঘদিন যাবৎ এলাকয় চাঁদাবাজি, চুরী ডাকাতি ও বিভিন্ন অপকর্ম করেই যাচ্ছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজি করে আসছে। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। পাটাপুর, নতুনভাঙা হাওর, লুনী নদীর মানুষ যাতায়াত ও যানবাহন চলাচলের জন্য নির্মিত বাঁধে দীর্ঘদিন থেকে তাদেরকে চাঁদা দিতে হত। চাঁদা না দিলে হুমকি ধামকি দিত। গত ১ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে তরিক উদ্দিন ও তার ছেলে হাদারপার বাজার থেকে মোটরসাইকেল যোগে বাসায় যাচ্ছিলেন। অভিযুক্তরা তাদের নিয়ম অনুযায়ী বাঁধ দিয়ে মোটরসাইকেল যোগে চলাচল করলে ১শত টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে একটু বিলম্ব হতেই পূর্বপরিকল্পিতভাবে বিবাদীরা দেশীয় অস্র নিয়ে তরিক উদ্দিন ও তার ছেলের উপর আক্রমণ শুরু করে। আক্রমণের এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি বাইরাইয়া সমস্ত শরীরে জখম করে।আশপাশের লোকজন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই তরিক উদ্দিন ও তার ছেলেকে মারধর করে বাদীর সাথে থাকা ৩ লাখ টাকা বিবাদীরা নিয়ে যায়।আশপাশের লোকজন দৌড়াদৌড়ি করে আসতে পরবর্তীতে তরিক উদ্দিন ও তার পরিবারকে হুমকি দিয়ে পালিয়ে যায়। তরিকের আত্মীয়স্বজনরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এসআই ও বিছনাকান্দি ইউনিয়নের বিট অফিসার আশরাফুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। দু’পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। স্থানীয় মুরুব্বিরা বিষয়টি শালিশে সমাধান করবেন বলে জানিয়েছেন। সমাধান না হলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host