ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপ চালক আশরাফুল মুক্তাকিম ও সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)। আশরাফুলের বাড়ি সিলেটে এবং লিটন গাজীর বাড়ি কিশোরগঞ্জে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন পণ্যবোঝাই সিলেটগামী একটি পিকআপ মৌচাক এলাকায় পৌঁছানো মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে আহত চালক-সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে গুরুতর আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উভয় গাড়ি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও পিকআপ মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর