ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠছে সিলেট থেকেই। আগেই আলোচনায় ছিল, তবে এবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের বিপিএল আসর। দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই ক্রিকেট-নগরেতে বসতে যাচ্ছে রঙিন ক্রিকেট উৎসবের নতুন পর্ব।
উদ্বোধনী দিনেই থাকবে রোমাঞ্চকর দুই ম্যাচ। দুপুর ২টায় দিনটির প্রথম ম্যাচে মুখোমুখি হবে ‘সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স’। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ‘চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস’। হাড্ডাহাড্ডির লড়াইয়ে উদ্বোধনী ম্যাচেই যোগ করবে বাড়তি উত্তাপ।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি ২০২৬। কোনো কারণে ম্যাচ পরিচালনা ব্যাহত হলে পরদিন ২৪ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। নতুন বছরের শুরুতেই বিপিএলের এই উৎসব ঘিরে সিলেটসহ দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে শুরু হয়েছে জোর উত্তেজনা ও প্রস্তুতি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host