ধর্মপাশায় ক্যান্সার রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

ধর্মপাশায় ক্যান্সার রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বসতঘরের বারান্দায় ঝুলছিল শিল্পী আক্তার(৩০) নামের এক গৃহবধূর লাশ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পী কৃষক খাইরুল ইসলামের স্ত্রী।

তাদের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ছয় মাস ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। সোমবার রাত ১০টার দিকে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।

তিনটার দিকে তাকে বিছানায় না পেয়ে স্বামী ও সন্তানরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় বারান্দার তার ঝুলন্ত লাশ দেখা যায়। সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ভূঁইয়া বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় পরিবারের নিকট তা হস্তান্তর করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর