ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
.অজিত রায় ভজন.
.
লাল এই গাড়িটি,
যেন তার বাড়িটি।
যাবে বুঝি বঙ্গে,
কে কে যাবে সঙ্গে ?
বাবা আর মা’মণি,
সাথে নিয়ে যা মণি।
বঙ্গে তে দাদু’রা,
দাড়িওয়ালা সাধু-রা।
পথও চেয়ে থাকে যে,
স্বপনটা আঁকে-যে।
এই তোরা শুন-শুন,
আসছে রে গুনগুন।
গাড়ি নিয়ে আসবে,
আনন্দে ভাসবে।
———★———-
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host