ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন : শনিবার সারাদেশের শিক্ষার্থীরা এসে ভিড় করেন পূণ্যভুমি সিলেটে। বেড়াতে নয়, সবার উদ্দেশ্য সিলেটে অবস্থিত দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কেউবা ভর্তি পরীক্ষায় অংশ নিতে আর কেউ নিজ ছেলে-মেয়েকে সাথে নিয়ে ভর্তিযুদ্ধে অংশ নিতে। শিক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে অন্তত দুই লাখ লোকের পদচারণায় মুখর ছিল সিলেট নগর। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এদিন সকাল থেকেই পরীক্ষায় বাগড়া দেয় বৃষ্টি। বৈরী আবহাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েন বিড়ম্বনায়। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার মুষলধারে বৃষ্টি যেনো পরীক্ষার সুন্দর পরিবেশে বাধ সাধে।
পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করলেও বৃষ্টি বিড়ম্বনা ভোগান্তিতে ফেলে অভিভাবকদের। তারা আশ্রয় নেন বিভিন্ন সড়কের পাশে থাকা দোকানের চালা ও মার্কেটের সিঁড়িতে। সময় কাটাতে পত্রিকায় মনোনিবেশ ছিল অনেকের। এদৃশ্য দেখে মনে হবে, যেন মিনি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন তারা।
সরেজমিন দেখা গেছে, নগরের ব্লু-বার্ড কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড়। বৃষ্টির কারণে তারা আশ্রয় নিয়েছেন পার্শ¦বর্তী মার্কেটের বারান্দায়। সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে অভিভাকরা বসে ও পত্রিকা পড়ে সময় পার করছিলেন সোনালী ব্যাংক জিন্দাবাজার শাখার সিঁড়িতে। তাদের সারিবদ্ধভাবে বসার দৃশ্যটি দেখে মনে হবে, যেনো মিনি গ্যালারিতে বসে খেলা দেখছেন। একইভাবে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা কেন্দ্রের সামনে ফার্মেসির বারান্দায় ও মদন মোহন কলেজ কেন্দ্রের রাস্তার বিপরীতে খন্দকার প্লাজার সামনে আশ্রয় নিতে দেখা গেছে অভিভাবকদের। এভাবে সবক’টি কেন্দ্রে পরীক্ষা শুরুর পর বৃষ্টি বিড়ম্বনা পোহাতে হয় অভিভাবকদের। এর আগে শুক্রবার রাতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে হোটেল-মোটেলে স্থান না পেয়ে রাত কাটান মসজিদে। ক্যাম্পাস সূত্র জানায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে।
ভর্তি পরীক্ষায় ২৮টি বিভাগের অধীনে এক হাজার ৭০৩টি আসনের বিপরীতে ৭০ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৫
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টাকালে ধরা পড়েছেন ৫ শিক্ষার্থী। চারটি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, শাবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল শনিবার। সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটে এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। উভয় ইউনিটের জন্য কেন্দ্র ছিল ৪৩টি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কঠোর তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষা হলে ঢুকানো হয়। কিন্তু এর মধ্যেও চারটি কেন্দ্রে ৫ শিক্ষার্থী ক্যালকুলেটরের মধ্যে সিম ঢুকানো ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেন। পরে পরীক্ষকদের কাছে তারা ধরা পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।
তিনি জানান, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ থেকে একজন, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে একজন, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একজন এবং মদিনা মার্কেটস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে দুই শিক্ষার্থীকে জালিয়াতির ডিজিটাল ডিভাইসসহ আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি আরো জানান, ক্যালকুলেটরে সিম ব্যবহার করে উত্তর আদান-প্রদান করার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
জেদান আল মুসা বলেন, আটককৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করতে পারে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, তাৎক্ষণিকভাবে আটককৃত সবার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। আটককৃত মাহমুদুল হাসান (১৮) নামের ওই শিক্ষার্থী বগুড়া জেলার সদর উপজেলার বৃন্দাবনপাড়ার মো. আব্দুল গফুর খলিফার ছেলে। তার কাছ থেকে সিমকার্ডযুক্ত ক্যালকুলেটর জব্দ করা হয়েছে। জালিয়াতিতে আটককৃত সবাই এসপি ট্রাভেলস-এর বাসযোগে বগুড়া থেকে সিলেটে আসেন বলে জানিয়েছেন শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী। তিনি এবার ভর্তি পরীক্ষা কেন্দ্র নং ৪৩ এর পরিদর্শক ছিলেন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ জানান, আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও পাঁচ শিক্ষার্থীকে ডিজিটাল ডিভাইসসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host