ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন : নানা আয়োজনে সিলেটে উদযাপন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার এই উপলক্ষ্যে সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসের শুরুতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কার্যক্রম শুরু করেন।পরবর্তীতে শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
.
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ তাহমিদুল ইসলাম, সিলেট রেঞ্জ এর ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম (বার), সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের জেলা প্রশাসক জনাব এম কাজী এমদাদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক ও কমিউনিটি পুলিশিং সিলেট জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহ্বুবুল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশের সদস্য, সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী পুরকায়স্থ’র সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ইমাম মোহাম্মদ শাদিদ।
.
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘কমিউনিটি পুলিশিং এর ধারণা উন্নত বিশ্বে বহু আগে থেকে প্রচলিত থাকলেও সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম এর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে দেরিতে হলেও এর প্রচলন করেন।’সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সভাপতির বক্তব্যে সকলকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সমাজ থেকে অপরাধ নির্মূলের লক্ষ্যে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। পরে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুকরণে অগ্রণী ভূমিকা রাখায় জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীকে শ্রেষ্ঠ সদস্য এবং গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্তকে শ্রেষ্ঠ সিপিও হিসেবে বাংলাদেশ পুলিশের আইজিপি প্রদত্ত ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে কেক কাটা হয়।
তাহিরপুর(সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা জানান,
দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জন অবহিতকরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ। এ সময় তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরনের লক্ষ্যেই তথ্য অধিকার আইন ২০০৯ প্রনীত হয়েছে। সংবিধান মতে যেহেতু জনগন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক,সেহেতু জনগণের ক্ষমতায়নে জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি,স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে,দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনতাসির হাসান পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারি পরিচালক শাহাদত হোসেন,সহকারি প্রোগ্রামার খান মোয়াজ্জেম হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবহান আখঞ্জী,প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
গোলাপগঞ্জ সংবাদদাতা জানান,
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ ইং উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য (প্রশাসন) মিজানুর রহমানের সভাপতিত্বে ও অফিসার ইনচার্য (অপারেশন) আবুল কাশেমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
পুরান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইবরাহীম আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিনিটি পুলিশিং এর সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ইউনুছ চৌধুরী, সাংবাদিক এনামুল হক এনাম। বক্তব্য রাখেন কৈলাশটিলা গ্যাস ফিল্ড জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ আব্দুল গণি, সমাজসেবী আব্দুল করিম, আলিম উদ্দিন বাবলু, এনাম আহমদ।
জগন্নাথপুর প্রতিনিধি জানান,
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে পরিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নব গোপাল দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আনহার মিয়া মেম্বার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া।
বক্তব্য রাখেন, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিলু মিয়া, শিক্ষানুরাগী মোঃ দবির মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, জাতীয় পার্টি নেতা আবদুল মনাফ, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলকলিয়া ইউপি সদস্য তারা মিয়া।
এ সময় রাণীগঞ্জ ইউপি সদস্য তেরাব মিয়া, কলকলিয়া ইউপি সদস্য অর্জুন দাস, ছালিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল গফুর, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ সংবাদদাতা জানান,
মৌলভীবাজারের কমলগঞ্জে “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা সম্মুখে গিয়ে শেষ হয়। র্যালিতে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
মৌলভীবাজার সংবাদদাতা জানান,
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এবং ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যে শনিবার মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার)।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেব এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান,মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান,জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি আজমল হোসেন,পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
গভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বয়ের জন্য। যাতে পুলিশ ও জনগন একসঙ্গে কাজ করতে পারে। আগে পুলিশ সম্পর্কে জনমনে এক প্রকার ভীতিকর ধারণা ছিল, যা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে।
কানাইঘাট সংবাদদাতা জানান,
সারা দেশের ন্যায় কানাইঘাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে কানাইঘাট থানা পুলিশ নানা কর্মসূচী গ্রহণ করে। এর মধ্যে বিকাল ৩ টায় উপজেলার কমিউনিটি পুলিশের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে থানা প্রাঙ্গণ থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার পরিষদ পদক্ষিণ করে পূর্ণরায় থানায় এসে শেষ হয়। এর পর থানা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ শামসুদ্দোহা’র সভাপতিত্বে ও এসআই মঈনুলের পরিচালনায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ক্বারী হারুনুর রশিদ চতুলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকীর, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন, সুবেদার আফতাব উদ্দিন, চেয়ারম্যান মাসুদ আহমদ, আলী হোসেন কাজল, মাওঃ আবুল হোসেন চতুলী, আব্বাস উদ্দিন, মাষ্টার মামুন আহমদ, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রিংকু চক্রবর্তী। পরে কেক কেটে দিবসটি পালন করেন নেতৃবৃন্দ। এ সময় পুলিশকে সহায়তায় বিশেষ ভুমিকা রাখায় কমিউনিটি পুলিশের বিভিন্ন শাখার সদস্যকে পুরুষ্কিত করা হয়।
জৈন্তাপুর প্রতিনিধি জানান,
পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য রেলী আলোচনা সভা। শনিবার দুপুর দুই ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মৌরীন করিম। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণীকের উপস্থাপনায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ফয়েজ আহমদ বাবর যুগ্ন সাধারন সম্পাদক জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ, ডাঃ আবুল হোসেন কমিউনিটি পুলিশ সভাপতি, জৈন্তাপুর। ইন্দনীল ভট্টাচার্য সেকেন্ড অফিসার জৈন্তাপুর মডেল থানা। শ্রমিক নেতা আব্দুর রব, আবু সুফিয়ান প্রিনসিপাল ডঃ বিয়াম ল্যাবরটরী স্কুল, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও সবুজ সিলেট পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মীর শোয়েব আহমদ,সাংবাদিক সোহেল আহমদ, শোয়েব উদ্দিন, রুহেল আহমদ এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ। বক্তারা বলেন কমিউনিটি পুলিশ মানেই জনতাই পুলিশ, সবার সহযোগিতায় সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব। পরিশেষে মডেল থানায় মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ওসমানীনগর প্রতিনিধি জানান,
পুৃলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগান কে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে থানা পুলিশের অয়োজনে পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবারবিকেলে ৩টায় এ উপলক্ষ্যে ওসমানীনগর থানা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি সিলেট-ঢাকা মহা সড়কের গুরুত্ব পূণ্য স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে থানার মিলনায়তনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জেলা আ’লীগ সদস্য আবদাল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত ওসি(তদন্ত) এস এম মাইন উদ্দিন, গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাদীপুর ইউপি চেয়ারম্যান হাজি আব্দুর রব, উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক চঞ্চল পাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকবাল আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ। এ ছাড়া ওসমানীনগর উপজেলার বিভিন্ন ইউপির ইউপি সদস্য, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host