ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৩০ বছর উদযাপন কমিটি স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রয়াত পদার্থবিজ্ঞানী ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর নামে স্মারক বক্তৃতার অনুষ্ঠান হবে আজ মঙ্গলবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে।
.
ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসর ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান প্রফেসর ড. অরুণ কুমার বসাক।
.
ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী ২০১৬ সালের ২৩ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত শাবিপ্রবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যান। ‘হিউম্যান ইনসুলিন’ তাঁর মৌলিক আবিষ্কার। অবসরকালীন সময়ে তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host