ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সিলেটের চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি’র নতুন পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় করেছে ওয়েসিস হাসপাতাল লিমিটেড’র পরিচালনা পর্ষদ। সোমবার বিকেলে চেম্বারের কনফারেন্স কক্ষে চেম্বার নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়েসিসের পরিচালনা পর্ষদ। মতবিনিময় সভায় ওয়েসিস কর্তৃপক্ষ চেম্বার সভাপতির হাতে সম্মাননা ক্রেস্টও তুলে দেন এবং পরে কেক কাটা হয়।
এসময় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, পিন্টু চক্রবর্তী, মোঃ এমদাদ হোসেন, আব্দুর রহমান।
ওয়েসিস হাসপাতাল লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর ডা. নুরুল হাসান সিদ্দিকীর নেতৃত্বে পরিচালক ফরিদ আহমদ, আশফাক রাজা চৌধুরী, ডা. মুইজ উদ্দিন আহমদ চৌধুরী, ডা. মো. জাকির হোসেন তাপু, কনসালটেন্ট ডা. আব্দুল হাফিজ, সহকারি পরিচালক নিউট্রিশনিস্ট তাপস দেব রাহুল, মার্কেটিং ম্যানেজার রিয়াজুল মাহমুদ, সিনিয়র মার্কেটিং অফিসার মাছুম আহমদ, মার্কেটিং অফিসার হিমাদ্রী পুরকায়স্থ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব সিলেটের হেলথ ট্যুরিজমের বিকাশে ওয়েসিস হাসপাতাল কর্তৃপক্ষের অবদান রাখতে আহ্বান জানান। এক্ষেত্রে সিলেট চেম্বার কর্তৃক সব ধরণের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host