ঢাকা ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : চীনের,চিংদাও শহরে রেক্যামা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি কর্মশালায় যোগ দিয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর প্রতিনিধিবৃন্দ। টেকসই কৃষি যান্ত্রিকীকরণের উন্নয়নের জন্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় স্থিতিশীল কৃষি যান্ত্রিকীকরণ কেন্দ্র (সিএসএএম) এর নেতৃত্বে চীন কৃষি যন্ত্রপাতি বিতরণ সমিতির সহায়তায় চীনের কৃষি মন্ত্রনালয় এবং আন্তর্জাতিক সহযোগিতা পরিষেবা কেন্দ্রের মাধ্যমে অনুষ্টিত ৫তম রিকমা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে অংশগ্রহন করেন পরিচালক আলীমুছ ছাদাত চৌধুরী ও প্রাক্তন পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী।
.
এই প্রশিক্ষনের উদ্যেশ্য হচ্ছে, এশিয়ার টেকসই কৃষি যান্ত্রিকীকরণের প্রচার এবং প্রশান্ত মহাসাগরীয় জাতীয় কৃষি যন্ত্রপাতি সমিতিগুলির সক্ষমতা জোরদার করা, জ্ঞান এবং তথ্যের বিনিময় সহজতর করা এবং জাতীয় সমিতি এবং তাদের সদস্যদের মধ্যে সহযোগিতা এবং ঘনিষ্ঠ ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি করা।পারস্পরিক বোঝাপড়া এবং ব্যবসায়িক সংযোগ উন্নত করতে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৃষিক্ষেত্রে টেকসই বাণিজ্য এবং বিনিয়োগের প্রচার করা।প্রায় ১১টি দেশের প্রতিনিধি দল এই প্রশিক্ষণ কর্মশালা ও স্টাডি ট্যুরে অংশগ্রহন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host