পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মানোন্নয়নে কর্মশালা

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫

পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মানোন্নয়নে কর্মশালা

নাহিম মিয়া
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে “কারিগরি শিক্ষার মানোন্নয়নে নৈতিক মূল্যবোধ এবং প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রিহান উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ হাসান আলী ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান পাওয়ার টেকনোলজি এবং দেবজানি তরফদার ইন্সট্রাক্টর (ননটেক) এর যৌথ সঞ্চালনায় মো. মাহবুব আলম জুই(কম্পিউটার) এর কুরআন তিলাওয়াত ও ইলেকট্রিক্যাল টেকনোলজির ইন্সট্রাক্টর বিমল রায়ের গীতা পাঠের মাধ্যমে কর্মশালা শুরু হয়।

কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন।

কর্মশালায় বক্তারা বলেন শিক্ষা আমাদের অধিকার, কারিগরি শিক্ষা আমাদের অধিকারের অধিকার। অনগ্রসর ও উন্নয়নশীল কোন দেশকে অতি দ্রুত উন্নত করতে গেলে এই কারিগরি শিক্ষার বিকল্প কিছুই হতে পারে না। কারিগরি শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আজ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত কারিগরি শিক্ষা নৈতিক মূল্যবোধ ও প্রতিষ্ঠানিক ভাবে কৌশল বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে বক্তাগন বলেন, এটি একটি বিরল ঘটনা যেখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ কর্ণধারগন একই মঞ্চে, একসাথে বক্তব্য রাখছেন।

কর্মশালায় ৭১ এর ১৪ই ডিসেম্বরে নিহত শহীদ বুদ্ধিজীবীদের এবং ২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের স্মরণ করা হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অত্র ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও একাডেমিক ইনচার্জ মোঃ ইকবাল চৌধুরী,পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ইলেকট্রনিক্স টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৮ম পর্বের শিক্ষার্থী সালেহীন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, বিভিন্ন টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধানগণ, সকল টেকনোলজির শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর