ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫
এম এস সিদ্দিকী, গোয়াইনঘাট
শিক্ষা বাংলাদেশের মানুষের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। মানব উন্নয়ন, দারিদ্র বিমোচন, জীবন মানের উন্নয়ন ও মনুষ্যত্ব বিকাশে শিক্ষার গুরুত্ব অপরিসীম। জ্ঞানবিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি ও অবাধ তথ্য প্রবাহের এ যুগে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও জীবন ঘনিষ্ঠ করার জন্য যুগোপযোগী শিক্ষার কোন বিকল্প নেই। সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয় প্রবর্তিত কিন্ডারগার্টেনের শিক্ষা ব্যবস্থা যা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার ধারক ও বাহক। জাতীয় স্বার্থেই শিক্ষাব্যবস্থা গতিশীল ও জীবনমুখী। আবার শিক্ষাব্যবস্থার গতিশীলতার জন্য প্রয়োজন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জন ও নবায়ন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম পরিবর্তন আনা হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে গোয়াইনঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নেতৃত্বে প্রথম শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলার কুনকিরী ফারুক আহমদ উচ্চ বিদ্যালয়ে উপজেলার ১২টি কিন্ডারগার্টেন এর প্রথম থেকে অষ্টম শ্রেণির মোট ২৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০টা থেকে ১২টা পর্যন্ত সফলভাবে শেষ হয়।
পরিক্ষার হল সুপারের দায়িত্বে ছিলেন হুসাইন আহমদ, ফারুক আহমদ, সাবিদ ইবনে আবুল।
মেধাবৃত্তি পরিক্ষার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়াইনঘাটের এসোসিয়েশন কিন্ডারগার্টেন শিক্ষকবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host