২৪ ঘণ্টার মধ্যে ব্যানার, ফেস্টুন অপসারণের নির্দেশ মুক্তাদিরের

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

২৪ ঘণ্টার মধ্যে ব্যানার, ফেস্টুন অপসারণের নির্দেশ মুক্তাদিরের


নিজস্ব প্রতিবেদক
সিলেট ১ (সদর ও নগর) বিএনপির প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তার ফেসবুক আইডিতে এই নির্দেশনা দেন।

ফেসবুকে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিলেট-১ সংসদীয় এলাকায় আমার ছবি সংবলিত সকল প্রকার ব্যানার, ফেস্টুন ও পোস্টার দ্রুত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল থানা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দকে অনুরোধ করছি। একই সাথে সকলকে নির্বাচনী বিধিমালা যথাযথভাবে পালন করার অনুরোধ জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর