ফেঞ্চুগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ আটক ২

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

ফেঞ্চুগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
সিলেটের অবৈধ পণ্য চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নাসির বিড়ি (পাতা বিড়ি) উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের দল ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মল্লিকপুর এলাকায় ইসলাম বাজার-টু-চাঁনপুর বাজারগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের কানাইঘাট থানার বিষ্ণুপুর এলাকার আমিনুল রশিদের ছেলে জাহিদুল ইসালাম (২১) ও ফেঞ্চুগঞ্জ থানার মধ্য যুধিষ্টিপুর এলাকার মৃত তোফাজ্জল আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।

পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের দল সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাধীন ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মল্লিকপুর এলাকায় ইসলাম বাজার-টু-চাঁনপুর বাজারগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার (রেজিঃ ঢাকা মেট্রো-খ ১১-২৪৪৪) থামিয়ে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ ৩ লাখ ২০ হাজার শলাকা শেখ নাসির উদ্দিন বিড়ি (পাতা বিড়ি) উদ্ধার করে। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় মামলা নং- ০৮, তারিখ- ১৩/১২/২০২৫ খ্রিঃ রুজু করা হয়েছে। মামলাটি ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪-এর ২৫বি (১)(খ) ধারায় দায়ের করা হয় বলেও জানায় পুলিশ।

সিলেট জেলা সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ তিনি আরও জানান, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর