শান্তিগঞ্জে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫

শান্তিগঞ্জে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উজানীগাঁও গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর আরএমও ডা: তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল্লাহ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আতাউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী সহ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর