ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুমন মিয়া গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শনিবার (১৩ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর থানাধীন পাহারপুর ইউপির মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. সুমন মিয়া (৩৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মধুপুর এলাকার মৃত আব্দুল আওয়াল ছেলে।
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শনিবার (১৩ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন পাহারপুর ইউনিয়নের মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মামলা নং-০৭, তারিখ-০৪/০৪/২০২৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সুমন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host