রবীন্দ্র স্মরনোৎসবে বিতর্কিতদের বাদ দিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দু’দিনব্যাপী কর্মসূচী

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

রবীন্দ্র স্মরনোৎসবে বিতর্কিতদের বাদ দিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দু’দিনব্যাপী কর্মসূচী

ডেস্ক প্রতিবেদন : সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক জরুরী সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জোটের সিনিয়র সহ-সভাপতি বাউল শিল্পী বিরহী কালা মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক,ছড়াশিল্পী মোহাম্মদ বাদশা গাজীর সঞ্চালনায় সভায় সিলেটে রবীন্দ্র স্মরনোৎসব বিষয়ে বিভিন্ন পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই পরিষদ থেকে বিতর্কিত ব্যক্তিদেও অপসারনের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে সিদ্ধান্ত গৃহিত হয়। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে দুইদিনব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ নভেম্বর বুধবার সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বিকেল সাড়ে তিনটায় গণস্বাক্ষর কর্মসূচি এবং বৃহস্পতিবার সকাল ১১ টায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান।

.
কর্মসূচি সফলে জোটের অন্তর্ভূক্ত সকল সংগঠন এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী।

সর্বশেষ ২৪ খবর