ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
মশাহিদ আলী : চলতি মৌসুমে সিলেটে বিভাগে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার হেক্টর। যা থেকে ১৮ লাখ ৬৪ হাজার ২০৬ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তারা জানায়, এ মৌসুমে বিভাগে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয় ২২ হাজার ৯৪০ হেক্টর আর বীজতলা ২৫ হাজার ৩৯২ হেক্টর জমি।
সূত্রে জানা গেছে, হাইব্রিড, স্থানীয় ও উফশী (উচ্চ ফলনশীল) এই তিন জাতের বোরো ধান আবাদ করা হয়। তবে বেশিরভাগ কৃষক উফশী জাতের ধান আবাদ করেন। বোরো ধান বেশি চাল উৎপাদন হয় সুনামগঞ্জ জেলায়। এ জেলায় এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লাখ ৬২ হাজার ৮শ’ মেট্রিন টন। সিলেট জেলায় চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২ হাজার ৪১৪ মেট্রিক টন। মৌলভীবাজারে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪ হাজার ৮২২ মেট্রিক টন এবং হবিগঞ্জে ৪ লাখ ৯৪ হাজার ১৭০ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
চলতি মৌসুমে সিলেট বিভাগে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয় ২২ হাজার ৯৪০ হেক্টর জমি। আর বীজতলা হয়েছে ২৫ হাজার ৩৯২ হেক্টর জমিতে। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৮০৫ হেক্টর, মৌলভীবাজার জেলায় ২ হাজার ৯৪২ হেক্টর, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৬৫৮ হেক্টর ও সুনামগঞ্জ জেলায় ১১ হাজার ৯৮৭ হেক্টর। সিলেটে বোরো ধানের বীজতলা হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১১ শতাংশ বেশি।
কয়েকজন কৃষক জানান, গত কয়েক বছর ধরে বোরো ধানের বাম্পার ফলন হচ্ছে। তবে ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না তারা। ইতোমধ্যে অনেক কৃষক বিকল্প পেশায় যুক্ত হয়েছেন। ফলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের কৃষক জামাল মিয়া বলেন, দিন দিন কমছে ধানের দাম। অন্যদিকে বাজারে বীজের দাম, শ্রমিকের মজুরি, সেচের ব্যয় দিন দিন বাড়ছে। এসব কারণে বোরো চাষ করে প্রতি বছরই লোকসান গুণতে হয় কৃষকদের।
সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক বেতার কৃষি অফিসার মোছা. উম্মে হাবিবা বলেন, বোরো ধানের উৎপাদনের হিসাব চাল দিয়ে করা হয়। সিলেট বিভাগে এবার বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার হেক্টর জমি। লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এখনও আবাদ হচ্ছে। বোরো আবাদের কৃষকদের বিভিন্নভাবে সহায়ত দিচ্ছি আমরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host