ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের ফলে সারা দেশের মতো চলছে সিলেটেও চলছে অঘোষিত লকডাউন । তার ফলে বদলে গেছে চিরচেনা হযরত শাহজালাল (র.) দরগাহের চিত্র। নেই আগের মতো মানুষের কোলাহল । চলছে সুনশান নিরবতা । তবে-জিয়ারতের জন্য এত দিন খোলা ছিলো মাজার শরীফ। একজন, দু’জন করে ভক্ত আসতে দেখা গেলেও মাজারের মেইন ফটকে দেখা গেলো আগামী (৯ ও ১০ এপ্রিল) অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকবে মাজার জিয়ারতের গেইট ।
বুধবার দুপুর সাড়ে বারোটা। ছাতক থেকে মাজার জিয়ারত করতে আসছেন আব্দুস সালাম । এই প্রতিবেদকের কথা হয় তার সাথে । আব্দুস সালাম জানান, মাজার জিয়ারতের জন্যে শহরের এসেছেন । মনে মনে ভাবছিলেন আগামীকাল বৃহস্পতিবার আসবেন । কিন্তু আত্মীয়য়ের মাধ্যমে জানতে পারেন আগামীকাল থেকে মাজার জিযারতর গেইট বন্ধ থাকবে তাই আজ জিয়ারত করতে এসেছেন।
এদিকে যে গলি ২৪ ঘন্টাই থাকে লোকারণ্য। সেই গলিতেই আজ নেই মানুষ জন। নেই রিকশাওলারা। ফাঁকা রয়েছে ফকির গলি। দরগাহের প্রবেশ পথে হাতেগোনা দু-তিনটি দোকান খোলতে দেখা যায় । মাজার এলাকায় মাঝে মধ্যে দু’একজন মুসল্লি চলে যাচ্ছেন। তাও নিরবে। কেউ কারো সঙ্গে কথা বলছেন না।
দরগাহের পিছনে পুকুর। চিরচেনা পুকুর পাড়েও নেই মুসল্লিদের হুড়োহুড়ি। গজার মাছকে খাদ্য দেওয়ার মতো মানুষ নেই। দু’একজন হেঁটে চলে যাচ্ছেন পাশ দিয়ে। মহিলা এবাদত খানায়ও নেই ভিড়। মাজারের উপরের অংশে খাদিমপক্ষের দু’জন লোক বসা। তারাও নিজেরা গল্পে ব্যস্ত। ভক্তদের ভিড় নেই। এ কারনে তাদেরও নেই তাড়া। মাজার শরীফে যাচ্ছেন কেউ কেউ। নিরবে জিয়ারত করে চলে আসছেন।
মাজার জিয়ারতের গেইট বন্ধের ব্যাপারে শাহ জালাল (রহ) এর মাজারের প্রশাসক মুফতি মোহাম্মদ কয়েস বলেন, বর্তমান পরিস্থিতিতে গণজমায়েত বন্ধ করার জন্য দরগাহের পক্ষ থেকে একটি সাকুূলার জারি করা হয়েছে। যেখানে উল্লেখ রয়েছে প্রতি ওয়াক্ত নামাজের ১৫ মিনিট আগে আযান দেওয়া হবে এবং মসজিদ খোলে দেওয়া হবে। জামায়াত শেষে দরগাহ মসজিদ বন্ধ করে দেওয়া হবে। মুসল্লীরা সুন্নত নামাজ নিজ নিজ বাসায় পড়বেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host