ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
নিম্নমানের খাদ্য সামগ্রী প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে সিলেটে ফিজা ও স্বাদসহ ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা আড়াইটায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯ সিলেট।
র্যাব সূত্র জানায়, সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব-৯’র যৌথ অভিযানে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরে ও জৈন্তাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিজা, স্বাদসহ মোট ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে, ফিজা এন্ড কোং-কে ১০ হাজার টাকা, স্বাদ’কে ১০ হাজার টাকা, প্রিন্স রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ১০ হাজার টাকা, সুমেল স্টোরকে ২ হাজার টাকা, মীম ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা, শাহ কবির ফার্মেসীকে ৫ হাজার টাকা, আজমীর রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, নিখাদ স্টোরকে ৫ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৩০ হাজার টাকাসহ মোট ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও শ্যামল পুরকায়স্থ, র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host