ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল শনিবার সিলেট নগরের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের প্রকৌশলী ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটের জালালাবাদ আবাসিক এলাকার ১১ কেভি ফিডারের জরুরি মেরামত কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হচ্ছে- সিলেট নগরের সুবিদবাজার, জালালাবাদ আবাসিক এলাকা, নূরানী আবাসিক এলাকা, আম্বরখানা পয়েন্ট আংশিক, পূর্ব ও পশ্চিম পীরমহল্লা, বাদাম বাগিচা আংশিক, ফাজিলচিস্ত, মিতালি ও পিটি আই এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host