ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় আরও দু’জন মারা গেছেন। দু’জনই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় একজন এবং সন্ধ্যায় আরেকজন মারা যান। দু’জনই সিলেট সদর উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায়।
তিনি বলেন, বিকেলে সাড়ে তিনটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন ৬৫ বছর বয়সী একজন পুরুষ মারা যান। তিনি নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা। আর সন্ধ্যায় ৬০ বছর বয়সী এক নারী মারা যান। তিনি সদর উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ৯০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ৫১ জনের করোনা পজিটিভ ও বাকি ৩৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host